আপনি কি সরকারি চাকরি খুঁজছেন?
তাহলে আর দেরী নই...আজই আসুন। স্বপ্ন পূরণে বদ্ধ পরিকর রাইজিং সান পরিবার। আপনার সাফল্যেই আমাদের সাফল্য। স্বপ্ন দেখতে নয় স্বপ্ন পূরণে কাজ করে রাইজিং সান। হাজারো বেকারের আস্থার জায়গা।
প্রতিদিন কিছু শিখুন, পরিশ্রম, ধৈর্য্য ও সঠিক দিক-নির্দেশনা আপনার সাফল্যের চাবিকাঠি
আকমল হোসেন জন্মগ্রহণ করেন কুড়িগ্রাম জেলায়। একটি সরকারি চাকরির স্বপ্ন নিয়ে ঘর ছেড়েছিলেন তিনি। অবশেষে বহু ত্যাগ ও কঠোর পরিশ্রমের পর তিনি সফলতা অর্জন করেছিলেন। তার মতো হাজারো বেকারের স্বপ্ন পূরণে তিনি এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন।
আকমল হোসেন
প্রতিষ্ঠাতা পরিচালক
আমাদের বৈশিষ্ট্য:
🟨🟨 যে কোন সরকারি চাকরির প্রস্তুতিমূলক লিখিত ও MCQ ক্লাস
🟨🟨 অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর দ্বারা স্পেশাল ক্লাস নেওয়া হয়।
🟨🟨 বহুভাষী পদ্ধতিতে সাঁটলিপি প্রশিক্ষণ দেওয়া হয়।
🟨🟨 বৃহৎ কম্পিউটার ল্যাবের দ্বারা কম্পিউটার টাইপ, প্রোগ্রাম তৈরি, বেসিক কোর্স করানো হয়।
🟨🟨 মাসিক পরীক্ষা, অনলাইন পরীক্ষা, ক্লাস টেস্টসহ নিয়মিত পরীক্ষা নিয়ে মেধা যাচাই করা হয়।